avertisements
Text

'বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি'

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ জুলাই, সোমবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

'নিবাচনকে ভন্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস-সহিংসতার পথেই হাঁটছে। এ ক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের কৌশলের হাতিয়ার হিসেবে কাজ করছে। তবে অতীতের মতো এবারও তারা পরাভূত হবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করে যথাসময়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।' এমনটাই বলেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার (৩১ জুলাই) গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন বলেন, ‘গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করেছে বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি। জনগণ-শান্তি ও উন্নয়নের পক্ষে। অতীতে যেমন রায় দিয়েছেন, এবারও দেবেন।’
ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে এবং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোক্তার, নাজমুল হাসান, অহিদুজ্জামান গোলাপ, আজগর আলী, সাইদুল ইসলাম প্রমুখ।

avertisements