avertisements
Text

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে প্রদর্শিত হলো শিশুতোষ চলচ্চিত্র 'দোস্তজী'

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ জুন, সোমবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

নতুন প্রজন্মের মানসপটে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বাংলা সংস্কৃতির প্রতিটি শাখার সাথে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াস নিয়ে থাকে নিয়মিত। চলচ্চিত্র সেই পথের এক শক্তিশালী মাধ্যম যার চিত্রিক উপস্থাপনা বহুমাত্রিক আবেদন সৃষ্টি করতে পারে নিঃসন্দেহে। বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র এখন বিশ্ব সভায় গর্বের আসনে অধিষ্ঠিত। সেই গর্বের অংশীদার বাংলা স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে যেতে চায় সেইসব বক্তব্যধর্মী, প্রাণস্পর্শী বাংলা চলচ্চিত্রের কাছে। আর তাই প্রসূন চ্যাটার্জী পরিচালিত এবারের অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুতোষ বাংলা চলচ্চিত্র দোস্তজী ১৮ জুন (রবিবার) বাংলা স্কুলে প্রদর্শিত হয়। স্কুলের নিয়মিত কার্যক্রম শেষে দুপুর সাড়ে বারোটায় বাংলা স্কুলের মিলনায়তনে  এই সাড়া জাগানো ছায়াছবিটির প্রদর্শন শুরু হয়।

স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা এই অসাধারণ ছবিটির বিশেষ শো উপভোগ করেন।

সিডনি তথা অস্ট্রেলিয়ার প্রখ্যাত চলচিত্র পরিবেশক সংস্থা বঙ্গজ ফিল্মস-এর কর্ণধার তানিম মান্নান এর সার্বিক তত্ত্বাবধানে এই অনবদ্য চলচ্চিত্র উপস্থিত সবাই প্রাণভরে উপভোগ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্মবর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে।

avertisements