avertisements
Text

সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৯ জুলাই, রবিবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি অস্ট্রেলিয়া সিডনির ল্যাকাম্বা স্ট্রিটে পিঠা উৎসবের আয়োজন করে। একটি শুদ্ধ ধারার সংগঠন হিসেবে দীর্ঘ ১৮ বছর যাবত সিডনিতে আবহমান বাংলার সংস্কৃতির চর্চা করে আসছে।

দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সিডনির আপামর সংস্কৃতিসেবীরা হলুদ পাঞ্জাবী ও হলুধ শাড়ি পড়ে একত্রিত হয়েছিল এই পিঠা উৎসবে। ড: রতন কুন্ডুর সঞ্চালনায় সংস্কৃতিক পরিবেশনায় ছিল গান, কবিতা আবৃতি, একক ও দলীয় নৃত্য। অংশ নেন মধুমিতা সাহা, মারিয়া মুন, প্যাট্রিসিয়া ডিয়াজ ম্যানডিজ, সুবর্ণা তালুকদার, নিলুফার ইয়াসমিন, রুহুল আমিন, সমীর রোজারিও, আয়শা কলি, দিদারুল ইসলাম, সুহৃদ সোহান হক, রাজেশ সাহা, ডঃ রতন কুন্ডু, ডা. লাভলী রহমান, ঈশিতা দত্ত, তৃষা সরকার আরাধ্য দেব, জারা হোসেন, তাপা তিনি, তিশা সরকার ও নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি।

পিঠা উৎসবে বিশেষ আকর্ষণ ছিলো দেশজ উপাদানে তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলি ও মিষ্টান্ন। মধ্যাহ্ন ভোজে ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকম ভর্তা ভাজিসহ মুখরোচক খাবারের সামগ্রী। সবশেষে আগত অতিথিদের সাথে নিয়ে নৃত্যাঞ্জলি পিঠা উৎসবের একটি কেক কাটা হয়। পিঠা উৎসব আয়োজন এবং আপ্যায়ন করার জন্য অতিথি ও কমিউনিটির নেতৃবৃন্দ নৃত্যাঞ্জলী ডান্স একাডেমির কর্ণধার মৌসুমী সাহা ও রাজেশ সাহাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সিরাজুল হক, মিলি ইসলাম, বিলকিস জাহান, তিষা তানিয়া, নিলুফা ইয়াসমিন সহ অন্যান্য নারী উদ্যোক্তাবৃন্দ।

নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির কর্ণধার মৌসুমী সাহা এই প্রবাসে বর্ষবরণ, দোল পূর্ণিমা, বৈশাখী আবহন, বসন্ত উৎসব, হোলি খেলা সংগীত সন্ধ্যা, নাচের অনুষ্ঠান সহ ঐতিহ্যবাহী বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে।

avertisements