avertisements
Text

নিউ সাউথ ওয়েলস ভলান্টিয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কবি নাইম আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ জুলাই, মঙ্গলবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশের কৃতিসন্তান কবি ও সাংবাদিক নাইম আবদুল্লাহ তাঁর সৃষ্টিশীল কাজের জন্য ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। এবার তিনি ২০২৩ সালের নিউ সাউথ ওয়েলস ভলান্টিয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন। 
জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানে কবি নাইম আবদুল্লাহাে এই সম্মাননা প্রদান করা হবে।

ভলেন্টিয়ার অব দা ইয়ার অস্ট্রেলিয়ার কমিউনিটিতে ইতিবাচক কাজে এক সম্মানজনক পুরস্কার। মূলত সাংগঠনিক ও ব্যক্তিগত আয়োজনের মাধ্যমে জনকল্যাণে সমাজে নিঃস্বার্থভাবে যারা অবদান রাখেন, তাদের কাজের স্বীকৃতি স্বরূপ বার্ষিক ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নাইম আবদুল্লাহ একজন প্রবীণ প্রবাসী সাংবাদিক। গত ১২ বছরেরও অধিক সময় ধরে তিনি স্বেচ্ছায় এই পদে কাজ করছেন। সিডনিসহ অস্ট্রেলিয়ায় বাংলা ভাষাভাষী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের খবর তার রিপোর্টের মাধ্যমে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। মিডিয়ার সাথে কাজ করা কমিউনিটি সংস্থাগুলোর জন্য মৌলিক। একজন নিবেদিত প্রাণ সাংবাদিক হিসেবে তিনি প্রবাসে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ও তার মূলধারাকে বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন।

নিউ সাউথ ওয়েলস ভলান্টিয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিক নাইম আবদুল্লাহকে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

avertisements