avertisements
Text

নতুন ‘থ্রেডস’ অ্যাপ চালুর পরপরই ব্যাপক সাড়া!

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ৭ জুলাই, শুক্রবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

প্রথম সাত ঘন্টায় মেটার সদ্য চালু হওয়া ‘থ্রেডস’ অ্যাপে ১০ মিলিয়ন (এক কোটি) ব্যবহারকারী সাইন আপ করেছেন বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ। ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে অ্যাপটি এনেছেন মেটার সিইও জাকারবার্গ। তিনি এই অ্যাপকে টুইটারের ‘বন্ধুসুলভ’ প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ শতাধিক দেশে ব্যবহার করা যাচ্ছে এটি। 

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বুধবার এক পোস্টে লিখেছেন, ‘থ্রেডসে স্বাগতম। আসুন এটি ব্যবহার করি।’ অ্যাপটি লাইভ হওয়ার পরে ইনস্টাগ্রামে আরেক পোস্টে লিখেছেন, ‘যারা প্রথম দিন থেকেই এটি ব্যবহার করছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ।’ 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেডস অ্যাপে লগইন করা যাবে। চাইলে অ্যাপটি আলাদাভাবেও ব্যবহার করা যাবে। অর্থাৎ, ইনস্টাগ্রামে প্রবেশ না করেও অ্যাপটি ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনে সহজেই অ্যাপটি উপভোগ করতে পারবেন।

টুইটারের মতো থ্রেডস অ্যাপের সব পোস্টে লাইক, রিপোস্ট, রিপ্লাই এবং শেয়ারের সুযোগ আছে। অ্যাপে ব্যবহারকারীর ছবি ছোট ও বৃত্তাকারে প্রদর্শিত হবে। এখানেও টুইটারের মতো নীল টিক থাকবে। ছবি, ভিডিও এবং লিঙ্ক যুক্ত করে বার্তা পোস্ট করা যাবে। শুধু তাই নয়, পোস্টে অন্য ব্যবহারকারীরা মন্তব্যের সঙ্গে প্রতিক্রিয়াও জানাতে পারবেন। পছন্দের ব্যক্তিদের অ্যাকাউন্ট অনুসরণও করা যাবে। 

avertisements