avertisements
Text

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী শামীম সিকদার নিহত!

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১২ জুলাই, বুধবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় শামীম শিকদার (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গ এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শামীম শিকদার শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের  ঠেঙ্গামারা গ্রামের মোঃ আনিছ শিকদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান শামীম শিকদার। গত বছরের অক্টোবরে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা করেন তিনি। সোমবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চাইতে আসে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলি করে সন্ত্রাসীরা। এসময় গুরুতর আহত অবস্থায় শামীমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে নিহতের সংবাদ বাড়িতে পৌছালে শোকের মাতম ওঠে। নিহত শামীম শিকদারের স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। 

নিহতের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার বলেন, আমার সন্তানেরা এতিম হয়ে গেলো। আমরা এখন কীভাবে বাঁচবো? আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী।

নিহতের বড় ছেলে আরিফ বলেন, আমার আব্বাকে বিদেশে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। এখন আব্বার লাশ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়, এজন্য সকলের সহযোগিতা চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃআনোয়ার হোসেন বলেন, আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছি। 

avertisements