avertisements
Text

নতুন নিয়ম চালু ভারতে যাওয়ার ভিসা আবেদনের!

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১৩ জুলাই, বৃহস্পতিবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

ঢাকার ভারতীয় হাইকমিশনার ভারতে যাওয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। মঙ্গলবার (১১ জুলাই) থেকে এ নতুন নিয়ম চালু হয়েছে।

আজ বুধবার (১২ জুলাই) ভারতীয় হাইকমিশন জানায়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দেয়ার সময় পাসপোর্ট ফেরত নেয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেয়ার সুযোগ পাবেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

avertisements