avertisements
Text

বেগম সুরাইয়া আলমগীর

দেখিতে চাই হিমালয়!

বেগম সুরাইয়া আলমগীর | প্রকাশ: ১৩ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২২ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

ছোটবেলা মা আমাকে নিয়ে যেতো ছাদে 
দেখাতো ওই দূর আকাশের জোৎস্নাস্নাত চাঁদ
বলতো হেসে চাঁদের মত হবে কি হৃদয়খানি।
বিশাল আকাশ হবে তুমি
উদার হবে সমাজ সংসারে
তারা হবে অগণিত মানুষের হৃদয়াকাশে
মায়ের শিখানো পথে হেঁটেছি আমি
এখনও চলছি পথ করে সংগ্রাম শত প্রতিকূলতায়। পড়াশুনা করে মানুষ  হতে মায়ের শিক্ষা। কখনো চলিনি অবৈধ পথে, বাঁধ সেধেছে মায়ের শিক্ষা, নিজের বিবেক।
পড়ালেখা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে
ছোটবেলার বহুল পঠিত এই লাইনের ব্যাখ্যা
জানা নেই, জানতে চাইনা।
পড়ালেখা করে মানবিক মূল্যবোধে
কতটুকু সফলতার পথে হেঁটেছি, আমি গাড়ি বিহীন।
নক্ষত্রেরা ও একদিন মরে যেতে হয়
খসে পড়ে নক্ষত্র একদিন।
অর্থ বিত্তের অহংকার রবে কয়দিন 
কে কবে চিরস্থায়ী এ জগত সংসারে?
মিছে মায়া, মিছে গরিমা, আত্মকেন্দ্রিকতা ঘৃণা করি এসব কিছুকে।
আমি চাইনা আল্পস পর্বত এর চৃড়ায়
বিজয় নিশান উড়াতে।
আমি চাই কাঞ্চনজঙ্ঘার চৃড়ায়  উড়াতে বিজয় নিশান
হৃদয়ের পতাকায় লিখিব নাম 
আমার স্বদেশের।

avertisements