avertisements
Text

পেট-বুক জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ২ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৪ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

পেট ও বুক জোড়া লাগানো যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আফরোজা সুলতানা মেঘলা নামের এক গৃহবধূ। গত ২৬ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ এই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। দুই শিশুর নাম রাখা হয়েছে মায়মুনা ও মরিয়ম। তবে যমজ শিশু দুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করতে উন্নত চিকিৎসা প্রয়োজন। তাদের বাঁচানো নিয়ে দুশ্চিন্তায় আছেন বাবা-মা। চিকিৎসার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীসহ সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন তারা।

আফরোজা সুলতানা নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের উত্তর বদলকোট দরগাহ বাড়ির মাহবুব আলমের মেয়ে। আফরোজার স্বামী শাহানুর ইসলাম মুন্সীগঞ্জের ভাটারচরে একটি কাপড়ের মিলে শ্রমিকের কাজ করেন।

দুই শিশুর বাবা শাহানুর ইসলাম  বলেন, কাপড়ের মিলে শ্রমিকের কাজ করে কোনোমতে সংসার চালায়। আর্থিক অবস্থা ভালো নয়। এ অবস্থায় যমজ শিশুকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু দুই সন্তানের অপারেশনের খরচ চালানোর মতো আমার সামর্থ্য নেই। তাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার মতো ভাড়াও আমার কাছে নেই। এজন্য প্রধানমন্ত্রীসহ সহৃদয় ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানাই।

জোড়া লাগানো যমজ শিশুর মা আফরোজা সুলতানা বলেন, আমরা গরিব মানুষ। স্বামী শ্রমিক ও দিনমজুরের কাজ করে সংসার চালান। দুই সন্তানের অপারেশনের খরচ চালানোর আমাদের সামর্থ্য নেই। তাই সরকারি খরচে যেন চিকিৎসা করানো হয়, এজন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক হেলাল উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে আনার পর সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক সাইফুদ্দিন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলামসহ বিশেষজ্ঞ দল শিশু দুটিকে দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ  দিয়েছেন। সেখানে নিলে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা যাবে। এজন্য অর্থ প্রয়োজন। তবে পরিবারটি দরিদ্র হওয়ায় ঢাকা মেডিক্যালে নিতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন।

avertisements