avertisements
Text

স্বাস্থ্যখাতের অর্জনে নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১১ মার্চ, সোমবার, ২০২৪ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

স্বাস্থ্যখাতের অর্জনে নার্সের ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু।

রোববার (১১ মার্চ) সকালে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের ক্যাপ ও বেল্ট পরিয়ে দেন বগুড়া-৭ আসনের এমপি ও বিএমএ বগুড়ার সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু।

ডা. মোস্তফা আলম নান্নু বলেন, বিশ্বব্যাপী নার্সিং পেশা অত্যন্ত সম্মানের ও গর্বের। বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জনেও নার্সদের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নার্সদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিকরণের পাশাপাশি সৃষ্টি করে দিয়েছে কর্মসংস্থানের। এছাড়াও প্রতিনিয়ত এ পেশার সঙ্গে সংশ্লিষ্টদের সুবিধার্থে নানামুখী ইতিবাচক দ্বার উন্মোচন করে দিচ্ছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি চিকিৎসাধীন রোগীর কাছে একজন নার্স সার্বক্ষণিক ভরসা ও সাহসের নাম। তাই পবিত্র এই পেশার মান অক্ষুণ্ন রেখে একজন দক্ষ সেবিকা হয়ে গড়ে উঠতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ লুৎফুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, স্বাচিপ বগুড়ার সভাপতি ডা. সামির হোসেন মিশু, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, পরিমল প্রসাদ রাজ, ডেন্টিস্ট সুজিত তালুকদার প্রমুখ।

avertisements